প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ০০:০০
দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক (ডিএমসিবি) লিমিটেডের প্রধান কার্যালয়সহ সারাদেশে ১৩৬টি উপ-শাখায় একযোগে ৫০ বছর পদার্পণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ জানুয়ারি সকাল ১০টায় এ উপলক্ষে কেক কেটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালি সভায় অংশ নেন ডিএমসিবির চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, গ্রুপ ক্যাপ্টেন (অবঃ), পিএসসি। তিনি সকল সদস্য ও শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠান যেভাবে শুরু করেছি, সেটা যে ৫০ বছরে পদার্পণ হবে তা ছিল কল্পনাতীত। আমি মনে করি, এটা আল্লাহর মেহেরবানি। তিনি আরো বলেন, আমরা অসম্ভবকে সম্ভব করবো এই লক্ষ্যেই এগুচ্ছি। আমরা মানুষ হিসেবে নিজেকে পরিচয় করাতে পারছি না। তাই আমাদের কাজের মূল্যায়নটাও বুঝি না। আমাকে কে বেশি ভালোবাসে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনিই আমার কাছে গুরুত্বপূর্ণ যিনি কথাবার্তা, চলাফেরা ও শৃঙ্খলার মধ্যে থাকে। আমরা এ সমাজকে কীভাবে আলোকিত করবো-সে লক্ষ্যেই হবে আমাদের পথচলা। আর সেখানে আমি, আমার পরিবার ও আমার সমাজের মানুষকে ভালো রাখাই হলো এ প্রতিষ্ঠানের কাজ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন প্রধান কার্যালয়ের কর্মকর্তা মোঃ আহম্মদ চৌধুরী, স্কোয়াড্রন লিডার (অবঃ)। উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি, ডিএমডিসহ বিভাগীয় প্রধান কার্যালয়ের সদস্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ডিএমসিবির প্রধান কার্যালয়ের সাথে ভার্চুয়ালি সভায় চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোঃ ওসমান গনি ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। পরে উপস্থিত সকলকে চাঁদপুর শাখার ব্যবস্থাপক কেক কেটে খাওয়ান এবং দুপুরের খাবার পরিবেশন করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জিসান আহামেদ সরকার।