প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারী ভোটাররা ৫০ বছরের প্রথা ভেঙ্গে ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট প্রদান করলেন। উক্ত নির্বাচনে ভোট দিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার পতœী ডাঃ আনোয়ারা হক।
ডাঃ আনোয়ারা হক ৫ জানুয়ারি দুপুরে নিজ বাড়ি ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীদের ভোটদান থেকে বিরত থাকার প্রথা ভেঙ্গে ৩নং ওয়ার্ডের কাউনিয়া শহীদ হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
উল্লেখ্য, উক্ত ইউনিয়নের নারী ভোটাররা বিগত ৫০ বছর যাবত জনৈক পীরের নির্দেশনা অনুযায়ী নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত রয়েছেন। এ ব্যাপারে দীর্ঘ বছর যাবত প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করেও কোনোভাবেই তাদের কেন্দ্রে আনতে পারেননি। আবার মাঝে মধ্যে ২/১ জন নারী স্বউদ্যোগে ভোট প্রদান করলেও পরবর্তীতে নাকি তাদের দুর্ঘটনার শিকার হতে হয়েছে। তাই ডাঃ আনোয়ারা হকের এ ভোট প্রদান আগামী নির্বাচনে নারী ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উৎসাহ জোগাবে বলে মনে করেন সচেতন জনগণ।