মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ০০:০০

অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ
হাছান খান মিসু ॥

‘শিক্ষার্থীদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ একটি ব্যতিক্রমী আয়োজন। আমরা সচরাচর অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে বা ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করে থাকি। শিক্ষার্থীরা নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে। এটি ভিন্নধর্মী আয়োজন। কথাগুলো বলেছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি শনিবার বাংলাদেশ স্কীল ডেভলপমেন্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান আমাদের মানবিকতা শেখায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। এই মানসিকতা প্রতিষ্ঠান থেকেই আসে। আমি আহ্বান করবো আয়োজনটি নিয়মিত হিসেবে গণ্য হোক। আমি চাইবো অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ উদ্যোগটি গ্রহণ করুক। এতে করে অসহায় শীতার্ত মানুষ নিজেকে রক্ষা করতে পারবে। এজন্যে আমাদের পৌরসভা থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন মিজি, ড্যাফোডিল উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর খান, ড্যাফোডিল গ্রুপের কো-অর্ডিনেটর মোঃ রুবেল খান। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ স্কীল ডেভলপমেন্ট ইনস্টিটিউট অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া, প্রতিষ্ঠানের হিসাবরক্ষক মোঃ মোশারফ হোসেন সুজনসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়