প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২২, ০০:০০
স্টাফ রিপোর্টার ॥
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে নির্বাচন চলাকালে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম ও পরিচয় জানা যায়নি। ৫ জানুয়ারি দুপুরে নীলকমল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের অদূরে বিলের মধ্যে অজ্ঞাত ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়। নিহত ব্যক্তি নৌকার কর্মী বলে জানা যায়। তার বয়স অনুমানিক ৪০/৪২ বছর হবে। নীলকমল ইউনিয়নে এক ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা।