প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:০৫
মতলব দক্ষিণে কাজিয়ারা সমাজকল্যাণ সংগঠন ও হেল্পিং হ্যান্ডের কম্বল বিতরণ
মতলব দক্ষিণ উপজেলার কাজিয়ারা সমাজ কল্যাণ সংগঠন ও হেল্পিং হ্যান্ডের উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ২ শতাধিক দুঃস্থ অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এ শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যরা। এর আগে সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) বিকেল ৫টায় কাজিয়ারা সমাজকল্যাণ সংগঠনের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করা হয়। এতে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সায়েদুল হক মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াছিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন খর্গপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হারুনুর রশিদ, সংগঠনের উপদেষ্টা মো. শাহ আলম সরকার, মো. শামছুউদ্দিন খন্দকার, মো. মনির হোসেন বেপারী, মোহাম্মদ আলী আকবর কাজী, মো. আব্দুস সোবহান প্রধান প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম সিফাত, সদস্য মো. আলাউদ্দিন দেওয়ানজী, মো. আবু বক্কর বেপারী, মো. মিজান বেপারী, শফিউল্লাহ প্রধান, মো. জানিবুল মৃধা, মো. সোহাগ প্রধানসহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।