প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৩:০৫
মতলবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন খানের সভাপতিত্বে ও সদস্য রোটারিয়ান রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গাউছুল আজম পাটওয়ারী। বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রদর্শক অশোক কুমার রায় ও মতলব সরকারি কলেজের শিক্ষার্থী ক্যাডেট নিশরাত জাহান নিশি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মুক্তার আহম্মেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মতলব সরকারি কলেজের শিক্ষার্থী ক্যাডেট মারুফ হাসান, গীতা পাঠ করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রিনা রানী বনিক। শুরুতে মতলব কলেজ রোডে মানববন্ধন করা হয়। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন খানসহ সামাজিক, রাজনৈতিক, সুধীজন, মতলব সরকারি কলেজের বিএনসিসি, স্কাউট, শিক্ষার্থী ও রয়মনেন নেছা মহিলা কলেজের স্কাউট, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।