প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৮
ছারছীনার তিন দিনব্যাপী মাহফিল সম্পন্ন
আদর্শের ব্যাপারে এই দরবার কারো সাথে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না
--------------ছারছীনার পীর ছাহেব
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, আমরা আল্লাহর গোলাম। আল্লাহতায়ালা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তাঁর একমাত্র ইবাদত বন্দেগী করার জন্যে। এই ইবাদত বন্দেগি ও আমল-আখলাক হবে কুরআন-সুন্নাহ অনুযায়ী। এ ব্যাপারে কারো বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একদল লোক বের হয়েছে, তারা নাপিতের মতো সুন্নাতকে অবহেলা করছে তথা কাটছাঁট করছে। তাদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন, আমরা আদর্শের ব্যাপারে কারো সাথে আপস করিনি, ভবিষ্যতেও করবো না।
|আরো খবর
পীর ছাহেব কেবলা আরও বলেন, আজকাল একদল কথায় কথায় ঐক্যের কথা বলে বেড়ায়। ঐক্য হবে ইস্যুভিত্তিক। ইস্যু ব্যতীত ঐক্য কখনো গ্রহণযোগ্য হবে না। ভক্ত মুরিদানকে উদ্দেশ্য করে তিনি বলেন, বর্তমানে কেউ কেউ দরবারের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে মুনাফেকি করছে, তাদের থেকে দূরে থাকতে হবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ঈমান ও আমল রক্ষার্থে দ্বীনিয়া মাদ্রাসা তৈরি ও সন্তানদেরকে দ্বীনিয়া মাদ্রাসায় পড়ানোর তাকিদ প্রদান করেন তিনি।
১ ডিসেম্বর রোববার ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী মাহফিলের শেষদিন আখেরি মোনাজাতপূর্ব আলোচনায় পীর ছাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) এ কথা বলেন। আখেরি মোনাজাতে লাখো লাখো ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করতে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে এসে উপস্থিত হন। মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে উঠে। সে সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।