প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮
নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
সন্তানের সুশিক্ষায় শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : ইউএনও ফাতিমা সুলতানা
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১ ডিসেম্বর সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মো. মাসুদ হাজীর সভাপ্রধানে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। তিনি তাঁর বক্তব্যে বলেন, সন্তানের সুশিক্ষায় শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কলেজে আসার নাম করে আপনার সন্তান কোথায় যায়, অভিভাবক হিসেবে আপনাকে তার খোঁজ খবর নিতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টায় ভালো ফলাফল তৈরি করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষার মানোন্নয়নে কলেজে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব এবং ডিবেট ক্লাব গঠন করার পরামর্শ দেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি এবং কলেজ এডহক কমিটির হিতৈষী সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ভুঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেহ আহাম্মদ, কলেজ এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন মিঞা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট অফিসার আব্দুল কাইয়ুম কিরণ মজুমদার। অভিভাবক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. আফম সাঈফুর রহমান ভূঁইয়া ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার সরকার। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মো. আব্দুল মজিদ ও কান্তিলাল দে। অভিভাবক সমাবেশে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নারায়ণপুর ডিগ্রি কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।