সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২১:০৭

মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে

মাহবুব আলম লাভলু
মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে

মতলব উত্তর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে থানা প্রাঙ্গণে এ সভা আয়োজন করে মতলব উত্তর থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল বাশার।

মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হকের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ সাহার সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, সাংবাদিক ফারুক হোসেন, বিএনপি নেতা গোলাম সারওয়ার মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল বাশার দেওয়ান, সেক্রেটারী মেহেদী হাসান নাজির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি আঃ মান্নান লস্কর, ইসলামী আন্দোলনের নেতা ডালিম চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান টিপু, সোয়েব আহমেদ, ইঞ্জি. সফিকুল ইসলাম, যুব অধিকার পরিষদ নেতা কাউছার আহমেদ, যুব অধিকার পরিষদ নেতা ইসমাইল হোসেন সুমন, মোঃ আনিসুজ্জামান, মাহবুব সরকার প্রমুখ।

সভায় মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং ও অন্যান্য আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড বন্ধের ব্যাপারে আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেন এএসপি সুদীপ্ত রায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়