প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১২:৪২
শাহরাস্তিতে চাঁদা দাবি করে ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন
চাঁদা না পেয়ে শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজার ব্যবসায়ীকে মারধর করার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার বিকেলে কালিয়াপাড়া বাজার হকার্স মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী নেতা মোঃ কামাল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
মানববন্ধনে উপস্থিত হয়ে পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের বলেন, কালিয়াপাড়া বাজারে কোনো প্রকার চাঁদাবাজি করতে দেয়া হবে না। বাজারের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, এ সকল অপরাধী সাধারণ ব্যাবসায়ীদের নিকট চাঁদাবাজি করছে, চাঁদা না পেয়ে তাদের ওপর হামলা করছে, আমরা পুলিশ প্রশাসনকে অবহিত করেছি, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাজার ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যাবসা পরিচালনার জন্যে প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেন।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর মোহাম্মদ আলী, সফিউল হক শিশির, আরিফ ও বোরহান ব্যাবসায়ী কামাল হোসেনের নিকট ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। কামাল হোসেন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে বেদম মারধর করা হয়। এ বিষয়ে কামাল হোসেন বাদী হয়ে উপরোল্লিখিতদের বিবাদী করে শাহরাস্তি থানায় একটি অভিযোগ দায়ের করেন।