বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ২০:২৪

পুরাণবাজারে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে বিজয়ী

স্টাফ রিপোর্টার ॥
পুরাণবাজারে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে বিজয়ী
বিজয়ীর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও পানির ফিল্টার বিতরণ করা হয়।

চাঁদপুর শহরের পুরাণবাজারের মাদ্রাসার শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী ও পানির ফিল্টার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী নারী উদ্যোক্তা সংগঠন ‘বিজয়ী’। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় আল মদিনা ইসলামিয়া মাদ্রাসায় বিজয়ী ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন। বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন আল মদিনা ইসলামিয়া মাদ্রাসার পরিচালক আব্দুল ওয়াদুদ।

অনুষ্ঠানে তানিয়া ইশতিয়াক খান বলেন, বিজয়ী ২০২০ সাল থেকে নারী ও শিশুদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিজয়ী নানা রকম হাতের কাজের প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করছে। নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রতিনিয়ত বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করে যাচ্ছে। বিজয়ী শিশুদের নিয়ে নানা রকম ইভেন্ট করে শিশুদের মাঝে খাবার, শীতবস্ত্র, জামা-কাপড়সহ শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। ইনশাআল্লাহ আগামীতেও করে যাবো। এই মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনা করতে যেকোনো সমস্যা হলে জানাবেন, আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, ইন্টারেক্ট ক্লাব অব চাঁদপুরের প্রেসিডেন্ট সাহিরা নাসির, আল মদিনা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাসুদ রানা, আব্দুল ওয়াদুদ, আবু সুফিয়ান জাবের বিজয়ীর ভলান্টিয়ার মরিয়ম আক্তর, রুবাইয়া ইসলাম, আয়শা আক্তার, রুবাইয়া ইসলাম, মিতু আক্তার, জান্নাত আক্তার লিলিসহ বিজয়ীর নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়