শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ২২:১৭

হাইমচরে প্রশিক্ষণার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজ নিজ দক্ষতা উন্নয়ন করে সামাজিক অর্থনীতিতে ভূমিকা রাখুন

---------মোহাম্মদ মোহসীন উদ্দিন

মো. সাজ্জাদ হোসেন রনি ॥
নিজ নিজ দক্ষতা উন্নয়ন করে সামাজিক অর্থনীতিতে ভূমিকা রাখুন
হাইমচরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

হাইমচরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সকালে উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। মতবিনিময়কালে তিনি বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ড অসাধারণ ভূমিকা রাখছেন। সাধারণ মানুষের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করছে। সবাই নিজ নিজ দক্ষতা উন্নয়ন করে সামাজিক অর্থনীতিতে ভূমিকা রাখুন।

তিনি আরো বলেন, সবাই নিজ নিজ দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হবেন। আর কোনো কাজকে ছোট করে দেখবেন না। তাহলে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর জেলার উপ-পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি বলেন, সমবায় নিবন্ধিত বিভিন্ন সমিতি ও দলের মাধ্যমে জনসাধারণকে একত্রিত করে দক্ষ জনশক্তি উন্নয়ন আমরা প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিয়ে থাকি। হাইমচর উপজেলায় ২০৩ দল/সমিতির মাধ্যমে আমরা ১৯ হাজার ৯৭৭ জন সদস্যের মাধ্যমে ঋণ সহায়তা দিয়েছি। হাইমচর উপজেলায় সব মিলিয়ে এখনো ২ কোটি ৬৭ লাখ ৩ হাজার টাকা জনসাধারণের কাছে বকেয়া রয়েছে। প্রশিক্ষণ নিতে আসা সদস্য তওহিদ, রাজিয়া, জান্নাত বলেন, নিজ নিজ দক্ষতা উন্নয়নে আমরা এই প্রশিক্ষণ নিতে এসেছি। হাঁস-মুরগি, গবাদিপশু পালন, বিভিন্ন হাতের কাজের দক্ষতা বৃদ্ধি করে পল্লী উন্নয়ন বোর্ড থেকে আর্থিক ঋণ সহায়তা নিয়ে আমরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি। আশা করছি দক্ষতা বৃদ্ধি করে নিজে স্বাবলম্বী হওয়ার মধ্য দিয়ে দেশ সমাজের বোঝা না হয়ে রাষ্ট্র উন্নয়নে কাজ করতে পারবো।

প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা মজুমদার, ওসি মহিউদ্দিন সুমন, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

এর পূর্বে সকাল ১০টায় জেলা প্রশাসক উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সাড়ে ১০টায় বিআরডিবি প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময়, বেলা ১১টায় উপজেলার সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময়, সাড়ে ১১টা ৩০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, বেলা ১২টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন, সাড়ে ১২টায় চরভৈরবী ভূমি অফিস পরিদর্শন, আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এছাড়া ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, ইউনিয়নের উন্নয়নমূলক কাজ ও কেভিএন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়