মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ১৯:৪৩

পালবাজারে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যের জনতার বাজার

অনলাইন ডেক্স
পালবাজারে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যের জনতার বাজার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যায্যমূল্যের জনতার বাজারে ভিড়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে ন্যায্যমূল্যে জনতার বাজার চালু করা হয়েছে। ৩ নভেম্বর রোববার সকালে চাঁদপুর শহরের পাল বাজারে জনতার বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

নিত্যপণের দাম সাধারণের ক্রয়সীমার মধ্যে রাখতে প্রতিদিন সকাল ৮ টা থেকে যোগান থাকা পর্যন্ত এই বিক্রি চলবে।

নিত্যপণ্যের মধ্যে রয়েছে করলা, টমেটো, কাঁচা মরিচ, লাউ, আলু, বরবটি, ছিম, বেগুন, ঢেঁড়শ, পেঁপে ও মিষ্টি কুমড়া। বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য পাওয়ায় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। ক্রেতারাও এমন বাজার দেখে খুশি।

ক্রেতা আলমগীর বলেন, দাম নাগালের মধ্যেই আছে। অন্যান্য দোকান থেকে এখানে নায্যমূল্যে পাওয়া যায়।

শিক্ষার্থীদের পক্ষে তামিম বলেন, করলা ৬০ টাকা, টমেটো ১২৫ টাকা, কাঁচা মরিচ ১৩০ টাকা, ছিম ৬৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তিন ঘন্টায় প্রথমদিনের স্টক শেষ হয়ে যায়।

এর আগেও শহরের বিপণীবাগ এলাকায় জনতার বাজার চালু করা হয়েছে।

স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, শিক্ষার্থীরা কৃষকের সবজি নিয়ে আসে। এতে ক্রেতারা অল্প দামে এখান থেকে কিনতে পারে। অন্যদিকে আশপাশের বিক্রেতারা তাদের নিত্য পণ্যের দাম কমিয়ে স্বল্প লাভে বিক্রি করতে শুরু করবে। সূত্র : বার্তা২৪.কম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়