বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১৯:৪৭

ডাকাতিয়া নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড : দগ্ধ ৬

মিজানুর রহমান
ডাকাতিয়া নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড : দগ্ধ ৬

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে সাবিয়া অনিক নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই জাহাজের ছয় কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) বিকেল চারটার দিকে চাঁদপুর শহরের ৫নং ঘাট সংলগ্ন ডাকাতিয়া নদী তীরের সরকারি পদ্মা তেলের ডিপোর কাছে এ ঘটনা ঘটে। পদ্মা অয়েলের ডিএস হোসেন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পদ্মা অয়েল ও চাঁদপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাবিয়া অনিক নামের তেলবাহী জাহাজটি চট্টগ্রাম থেকে এসে চাঁদপুর ডাকাতিয়া নদীর পদ্মা তেলের ডিপো সংলগ্ন এলাকায় নোঙ্গর করে। চাঁদপুর পদ্মা ডিপোর ম্যানেজার মোহাম্মদ লোকমান জানান, জাহাজটিতে ২ লাখ ৬৩ হাজার লিটার পেট্রোল ও ৫ লাখ ১৫ হাজার লিটার জিজেল ছিল। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে খালাস করার সময় হঠাৎ জাহাজের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। এতে জাহাজে থাকা তেলের কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের একাধিক টিম দ্রুত দুর্ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। জানা গেছে, পদ্মা অয়েলের ওই জাহাজে মোট ৯ জন কর্মী ছিলেন। বিকেল চারটার দিকে ইঞ্জিনের রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন জাহাজ থেকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পেছনের অংশ বিস্ফোরিত হয়। চাঁদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদেরকে স্থানীয় প্রশাসন ও পুলিশ সহায়তা করে। আহত ছয়জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গোলাপ মিয়া (৫০)কে তার দগ্ধতা গুরুতর হওয়ায় চিকিৎসক ঢাকা রেফার করেন। বাকি আহতরা হলেন : রুবেল (৩৫), জিলানী (৩০), মাসুদ (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মধু (৫৫)। এরা সবাই চাঁদপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ আকলিমা জাহান জানান, দগ্ধ ৬ জনকে হাসপাতালে আনা হলে ৫ জনকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। একজনের প্রায় ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকা রেফার করা হয়েছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুরের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম বলেন, বিকেল সোয়া ৪টার দিকে ওই নদীর পদ্মা অয়েল কোম্পানির জেটির পাশের ডাকাতিয়া নদীতে ‘এমভি সাদিয়া এন্টারপ্রাইজ’-এর সাবিয়া অনিক নামে তেলবাহী জাহাজের ইঞ্জিন কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও কোস্টগার্ড এক ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৬জন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে গোলাপের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ওই জাহাজে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়