বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ২১:৪৬

মা ইলিশ রক্ষায় মেঘনায় নৌ পুলিশের বিশেষ অভিযানে আটক ৯

প্রেস বিজ্ঞপ্তি ॥

২৫ অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর জেলার বিভিন্ন নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। অভিযানে অংশ নেন চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ একেএম ইকবাল, মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দিনসহ নৌ পুলিশের সদস্যবৃন্দ।

অভিযানে চাঁদপুর আনন্দবাজার মেঘনা নদী এলাকা থেকে মোঃ সাগর বেপারী (২৮), মোঃ শরীফ হোসেন (২৬), মোঃ আল আমিন (২৬), মিঠুন মল্লিক (২২), মোঃ নাঈম কুরালী (১৪) এবং মোঃ ইয়াসিন খান (১৬)সহ মোট ছয়জনকে নৌকাযোগে মাছ ধরার সময় আটক করা হয়। তাদের কাছ থেকে ৩১০০ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য আইনের ৫(১)/৫(২)(খ) ধারায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে মতলব উত্তর থানার মোহনপুর নদী এলাকা থেকে জয়দেব (৩০), সুকুমার বর্মণ (২৫) এবং বিকাশ বর্মণ (৩০) নামে আরও তিনজনকে নদীতে মাছ ধরার সময় আটক করা হয়। তাদের কাছ থেকে ১২০০ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায়ও মৎস্য আইনের ৫(১)/৫(২)(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পরে নৌ পুলিশ সুপার স্থানীয় মৎস্যজীবী ও আড়তদারদের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। মা ইলিশ সংরক্ষণে চাঁদপুর অঞ্চলে নৌ পুলিশ সার্বক্ষণিক নদীতে মোতায়েন থাকবে এবং সিভিল প্রশাসন ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।

তিনি সকলের প্রতি আহ্বান জানান নিষেধাজ্ঞার সময় ইলিশ মাছ ধরার কার্যক্রম থেকে বিরত থাকার মাধ্যমে জাতীয় এই সম্পদ সংরক্ষণে সহযোগিতা করার জন্যে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়