বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ২২:০৮

মতলব উত্তরে উপজেলা পরিষদে দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে উপজেলা পরিষদে দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা
মতলব উত্তরে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় নেতৃবৃন্দ।

মতলব উত্তরে উপজেলা দিবস-২০২৪ উপলক্ষে মতলব উত্তর ও ছেংগারচর পৌর জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর বিকেলে ছেংগারচর বাজারের ওহাব ম্যানশনের কার্যালয়ে অায়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজীর সঞ্চালনায়

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাব মিয়াজী।

প্রধান অতিথির বক্তব্যে এমরান হোসেন মিয়া বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থেকে বাংলাদেশ উন্নয়নের ছক এঁকেছে। সেই ছক ধরে পরবর্তীতে বাংলাদেশের উন্নয়ন হয়েছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত উন্নত দেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে জাতীয় পার্টির আমলে।

এমরান হোসেন মিয়া আরও বলেন, অজপাড়াগাঁয়ের মানুষ যাতে সেবা পায় সেজন্যে হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পরিষদ গঠন করেছিলেন। আজকে সেই উপজেলা পরিষদ দিবস। উপজেলা পরিষদ গঠন করার কারণে জনগণ আজ উপজেলা পর্যায়ে সরকারি সেবা পাচ্ছেন। না হলে মানুষের অনেক ভোগান্তি হতো। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমার নেতা উপজেলা পরিষদ গঠন করেন।

তিনি আরও বলেন, মতলবের বেড়িবাঁধ করেছে জাতীয় পার্টি সরকার। প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্সে করেছে জাতীয় পার্টি সরকার। জাতীয় পার্টির উন্নয়নের কথা নতুন প্রজন্ম জানে না। তাই প্রতিটি মানুষের কাছে হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন তুলে ধরতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে আবারো দুর্বার গতিতে উন্নয়ন হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন খান, পৌর যুবসংহতির আহ্বায়ক নুরুল হুদা, সদস্য সচিব আবুল বাশার, ষাটনল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার, ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রসমাজের সভাপতি মোঃ মাহমুদুল হাসান বাবু, পৌর মৎস্যজীবী পার্টির আহ্বায়ক সজিব হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়