প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ২২:৩০
চাঁদপুর সদর নৌ থানায় ওসি একেএমএস ইকবালের যোগদান
চাঁদপুর সদর নৌ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন একেএমএস ইকবাল। ১৮ অক্টোবর শুক্রবার শহরের লঞ্চঘাটে অবস্থিত নৌ থানায় এসে যোগদানের মধ্য দিয়ে তিনি তাঁর কর্মদিবস শুরু করেন। চাঁদপুর নৌ থানায় ওসি পদে যোগদানের পূর্বে তিনি সিলেট জেলায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলায়। তিনি বিবাহিত, দুই সন্তানের জনক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
চাঁদপুর নৌ থানায় ওসি হিসেবে যোগদান করে তিনি জবাবদিহিতার মাধ্যমে অর্পিত সকল দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি কর্মক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, সাংবাদিক ও মৎস্যজীবীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।