প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ২০:২৩
হাজীগঞ্জে তিন ইলিশ বিক্রেতার জরিমানা : ১৯৫ কেজি ইলিশ জব্দ
হাজীগঞ্জ বাজারের বালুর মাঠে ১৩ অক্টোবর রোববার রাত ১০টার দিকে ইলিশ বিক্রির সময় তিন মাছ বিক্রেতাকে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় তাদের কাছে থাকা ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
|আরো খবর
রিফাত জাহান ১৪ অক্টোবর সোমবার সকালে জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও কেনাবেচায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথমদিন রাত ১০টার দিকে ইলিশ মাছ বিক্রয়ের সময় হাজীগঞ্জ বাজারের তিনজন মাছ বিক্রেতাকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের কাছ থেকে ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা মোতাবেক আমাদের অভিযান চলমান থাকবে। সূত্র : বাসস।