শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ২২:১১

হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতি

শাহরাস্তিতে প্রতিমা বিসর্জন

শাহরাস্তি ব্যুরো॥
শাহরাস্তিতে প্রতিমা বিসর্জন
শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর ছিখুটিয়া ঘাটে প্রতিমা বিসর্জন দিতে আসা হিন্দু সম্প্রদায়ের লোকজন।

শাহরাস্তিতে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে। রোববার শাহরাস্তি উপজেলার ১৯টি পূজামণ্ডপ থেকে কড়া নিরাপত্তায় এনে প্রতিমা বিসর্জন দেয়া হয়। উপজেলার ছিখুটিয়া ডাকাতিয়া নদীর ঘাটে বেশ ক'টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়। দুপুরের পর থেকে মেহের কালীবাড়ি, পালপাড়া, বর্ধনবাড়ি, ছিখুটিয়া, গন্ধর্ব্যপুর পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে ঘাটে আসতে থাকে হিন্দু সম্প্রদায়ের লোকজন। গান, বাজনা, হোলি খেলার সাথে সাথে উৎসবে মেতে উঠেন তারা। হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভক্ত জড়ো হয়ে প্রতিমা বিসর্জনে অংশ নেন। এ সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন।

 বিকেল সাড়ে চারটার পর থেকে একে একে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা জানান। সন্ধ্যার পূর্বেই প্রতিমা বিসর্জন দিয়ে শান্তিপূর্ণভাবে সকলে বাড়ি ফিরে যান।

 

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়