শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ২২:১১

হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীর উপস্থিতি

শাহরাস্তিতে প্রতিমা বিসর্জন

শাহরাস্তি ব্যুরো॥
শাহরাস্তিতে প্রতিমা বিসর্জন
শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর ছিখুটিয়া ঘাটে প্রতিমা বিসর্জন দিতে আসা হিন্দু সম্প্রদায়ের লোকজন।

শাহরাস্তিতে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে। রোববার শাহরাস্তি উপজেলার ১৯টি পূজামণ্ডপ থেকে কড়া নিরাপত্তায় এনে প্রতিমা বিসর্জন দেয়া হয়। উপজেলার ছিখুটিয়া ডাকাতিয়া নদীর ঘাটে বেশ ক'টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়। দুপুরের পর থেকে মেহের কালীবাড়ি, পালপাড়া, বর্ধনবাড়ি, ছিখুটিয়া, গন্ধর্ব্যপুর পূজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে ঘাটে আসতে থাকে হিন্দু সম্প্রদায়ের লোকজন। গান, বাজনা, হোলি খেলার সাথে সাথে উৎসবে মেতে উঠেন তারা। হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভক্ত জড়ো হয়ে প্রতিমা বিসর্জনে অংশ নেন। এ সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন।

 বিকেল সাড়ে চারটার পর থেকে একে একে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা জানান। সন্ধ্যার পূর্বেই প্রতিমা বিসর্জন দিয়ে শান্তিপূর্ণভাবে সকলে বাড়ি ফিরে যান।

 

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়