শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ২২:০৮

বিসর্জনে সম্পন্ন কচুয়ার শারদীয় দুর্গোৎসব

মোহাম্মদ মহিউদ্দিন ॥
বিসর্জনে সম্পন্ন কচুয়ার শারদীয় দুর্গোৎসব
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো কোয়া পোদ্দার বাড়ির ১৪৪তম শারদীয় দুর্গোৎসব।

অশ্রুসিক্ত নয়নে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রোববার শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শনিবার সকাল ৯টা ৫৭ মিনিট থেকে দশমী বিহিত পূজার লগ্ন শুরু হয়। পূজা শেষে তর্পণ বিসর্জনের মধ্য দিয়ে পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। তবে রোববার উপজেলার ৩৯টি মন্দিরের প্রতিমা বিসর্জন দেয়া হয়। চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে বুধবার থেকে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী দুর্গা মর্ত্যে এসেছেন দোলায় বা পালকিতে চড়ে, আর মর্ত্যলোক ছেড়ে যাবেন ঘোটক অর্থাৎ ঘোড়ায় সওয়ার হয়ে। এর মধ্য দিয়ে দেবী মর্ত্য ছেড়ে স্বর্গে ফিরেন।

নবমী ও দশমীতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন ও তাঁর সহধর্মিণী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য নাজমুন নাহার বেবী, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব ও চাঁদপুরে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেনাবাহিনীর ২১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ মোয়াজ্জেম হোসেন পিএসসি। তাঁরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, চাঁদপুর জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, বিএনপি নেতা শাহজালাল প্রধান জালাল, শিক্ষা প্রতিমন্ত্রীর সাবেক এপিএস মাহবুব আলম, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, পৌর যুবদলের সভাপতি কাজী ফরহাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম শরীফসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায় ও ৩৯টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

কচুয়া উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপু ও সাধারণ সম্পাদক বিকাশ সাহা জানান, এবার কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ৩৯ট মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে শারদীয় দুর্গােৎসব সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার বাহিনী, সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি তাঁরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান এক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার জানান, ৩৯টি মণ্ডপে বর্ণাঢ্য আয়োজনে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনগুলোতেও সকল জাতিগোষ্ঠীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে এভাবে উৎসব পালন  কামনা করছি।

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়