শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ২২:০৩

ফরিদগঞ্জে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়া সেই দলিল লেখকের লাইসেন্স স্থগিত

শামীম হাসান
ফরিদগঞ্জে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়া সেই দলিল লেখকের  লাইসেন্স স্থগিত
দলিল লেখক আব্দুল করিম পাটওয়ারী

ফরিদগঞ্জে সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়া এবং সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করায় দলিল লেখক আব্দুল করিম পাটওয়ারীর লাইসেন্স অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করেছে ফরিদগঞ্জ দলিল লেখক সমিতি। মঙ্গলবার (৮ অক্টোবর) দলিল লেখক আব্দুল করিমকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. ছালাউদ্দীন। এর আগে সোমবার (৭ অক্টোবর) দুপুরে নুরুল ইসলাম নামে এক ভুক্তভোগী দলিল লেখক আব্দুর করিম পাটওয়ারীর বিরুদ্ধে দলিল এবং খারিজ জালিয়াতির অভিযোগ তুললে সংবাদ সংগ্রহ করতে এবং এ বিষয়ে দলিল লেখক আব্দুর করিম পাটওয়ারীর বক্তব্য জানতে দলিল লেখক অফিসে স্থানীয় সাংবাদিক শিমুল হাছান, শাকিল হাসান ও শামীম হাসান গেলে আঃ করিম তাদের সাথে রূঢ় ব্যবহার শুরু করেন এবং সামঞ্জস্যবিহীন কথাবার্তা বলে হুমকি ধমকি প্রদান করেন। এক পর্যায়ে ছবি তোলা হচ্ছে সন্দেহে দৈনিক চাঁদপুর কণ্ঠে কর্মরত সাংবাদিক শামীম হাসানের মুঠোফোন ছিনিয়ে নেন তিনি। পরে সাংবাদিকরা তাৎক্ষণিক মোবাইল ফিরিয়ে নিতে সক্ষম হন। এমন নিন্দনীয় ঘটনার প্রতিকার চেয়ে সাংবাদিকরা উপজেলা সাব রেজিস্ট্রার এবং উপজেলা দলিল লেকক সমিতির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সাংগঠনিক তদন্ত ও আলোচনা করে অভিযোগের সত্যতা পেয়ে নিয়মতান্ত্রিকভাবে সকলের সিদ্ধান্তে লেখক আব্দুল করিম (সনদ নং-৮৯)-এর সনদ অনির্দিষ্টকালের জন্যে স্থগিতের সিদ্ধান্ত নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়