বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১৯:৪৫

অ্যাডভোকেট আঃ গফুর মজুমদার মারা গেছেন

চৌধুরী ইয়াসিন ইকরাম
অ্যাডভোকেট আঃ গফুর মজুমদার মারা গেছেন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আব্দুল গফুর মজুমদার মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। গতকাল বাদ জোহর চাঁদপুর বেগম জামে মসজিদে জানাজা শেষে বলাখাল মজুমদার বাড়িতে তার মরদেহ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন রেখে যান।

জেলা আইনজীবী সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি ঢাকার একটি হাসপাতালে মারা যান। তিনি পরিবার-পরিজন নিয়ে শহরের কদমতলা এলাকায় বসবাস করতেন।

গতকাল বাদ জোহর জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া ও মরহুমের মেয়ের জামাতা বদিউল আলম। জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন, সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ সেলিম আকবরসহ জেলা আইনজীবী সমিতির অন্য আইনজীবীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়