প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্য সচিব মাহবুবুর রহমান শাহীন
দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক চাঁদপুরের কৃতী সন্তান গুয়াখোলা ক্রীড়া চক্রের সভাপতি মো. মাহবুবুর রহমান শাহীনকে সদস্য সচিব করা হয়েছে।
|আরো খবর
এই আহ্বায়ক কমিটি গঠনের পর এই দুজনকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চাঁদপুর গুয়াখোলা ক্রীড়া চক্রসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও সদস্য সচিব মো. মাহবুবুর রহমান শাহীন এক প্রতিক্রিয়ায় বলেন, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব দেশের ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন। আমাদের উপর যে আস্থা রেখে দায়িত্ব দেয়া হয়েছে তা যথাযথ পালন করবো। এছাড়া ক্লাবের সকলকে নিয়ে ক্লাবের উন্নয়নসহ ক্রীড়াঙ্গনেও যেনো এই ক্লাবটি খ্যাতি অর্জন করতে পারে সে লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাবো।