শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৮

চাঁদপুরে বিএনপি নেতা দুইভাই কিরন ও শাহীন

জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি : সাবেক এমপি শফিকুর রহমান কিরণ

স্টাফ রিপোর্টার
জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি : সাবেক এমপি শফিকুর রহমান কিরণ

চাঁদপুর ও শরীয়তপুর বিএনপির রাজনীতির উজ্জ্বল নক্ষত্র শফিকুর রহমান কিরণ এবং মাহবুবুর রহমান শাহীন দুই ভাই। সংক্ষিপ্ত সফরে ৩ সেপ্টেম্বর শুক্রবার চাঁদপুরে এসেছিলেন। অবস্থান করেন শহরের গুয়াখোলাস্থ নিজেদের বাড়িতে। সাবেক এমপি শফিকুর রহমান কিরণ পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদে এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীন বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা দুই ভাই একত্রিত হন পুরাণবাজারের এক অনুষ্ঠানে। উত্তর তারাবুনিয়া যুবদল নেতা আব্বাস মাঝির ছেলে সিয়াম ও সিফাতের সুন্নতে খাতনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বিএনপি নেতা এ দুই ভাই দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে এ অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানটি পুরান বাজার মেরকাটিজ রোড কোহিনূর সিনেমা হল সংলগ্ন সিয়াম কমিউনিটি সেন্টারে। এ সময় দুই ভাইকে একসাথে দেখে সেখানে বিএনপির তৃণমুল বহু নেতা-কর্মী উপস্থিত হয় এবং তাদের সাথে কুশল বিনিময় করেন কিরণ-শাহীন।

এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাঁদপুর কণ্ঠকে সাবেক এমপি শফিকুর রহমান কিরণ বলেন, যেহেতু আমাদের জন্ম চাঁদপুরে আমাদের লেখাপড়া ও চাঁদপুরে। পাশের জেলা শরীয়তপুরে আমি রাজনীতি করছি। ওখানে আমাদের সহায় সম্পত্তি রয়েছে। নানা চাচা খালুসহ আত্মীয় স্বজন সবাই শরীয়তপুরে থাকেন। আমার ভাই মাহবুবুর রহমান শাহীন চাঁদপুরে রাজনীতি করছে। রাজনীতিতে উত্থান-পতন থাকবে। এখান থেকে সরে যাওয়া যাবে না। রাজনীতি হচ্ছে চলন্ত ট্রেনের মত, চলতেই থাকবে। কখনো আস্তে কখনো দ্রুত। রাজনীতির এ ট্রেন থেকে নামা যাবে না। পরিবারের কাছে আমাদের কমিটমেন্ট জাতির জন্য ও জনগণের কল্যানের জন্য আমরা রাজনীতি করব। কখনো কোন আঘাত প্রতিঘাত আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ।

তিনি বলেন, প্রতিহিংসাপরায়ণ প্রতিবন্ধকতা থাকবে সেগুলোকে উপেক্ষা করে রাজনীতি করে যাব এবং করব। এটা আমাদের রক্তের কাছেও কমিটমেন্ট।

শফিকুর রহমান কিরণ আরো বলেন, আমরা যেভাবে পারিবারিকভাবে বড় হয়েছি আমাদের পরিবার জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত। আজ পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সাধারণ মানুষের মৌলিক অধিকারের জন্য রাষ্ট্রের সুরক্ষা, সার্বভৌমত্ব রক্ষা, শিক্ষিত জাতি ও সমাজ বিনির্মাণের চিন্তা নিয়ে রাজনীতি করে যাচ্ছি।

তিনি বলে, শহীদ জিয়ার গড়া দল বিএনপি'র অঙ্গ সংগঠন ছাত্রদলের মহাকুমা কমিটির প্রথম সদস্য ছিলাম, শহীদ জিয়ার হাত ধরে ছাত্র দলে পদার্পণ।সে থেকে মানুষের কল্যানে আমরা দুই ভাই রাজনীতির মাঠে রয়েছি।

এ সময় চাঁদপুর পৌর বিএনপি নেতা কায়ুম খান, স্বপন চৌধুরী, জেলা যুবদল নেতা শাহনুর বেপারী শানু,জুয়েল দেওয়ান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের অসংখ্য নেতা কর্মী এসময় উপস্থিত ছিলেন।

ছবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়