শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ২০:২০

ড্যাফোডিল প্রিমিয়ার লীগে চাঁদপুর ক্রিকেট একাডেমীকে হারিয়ে ফাইনালে আবাহনী

ড্যাফোডিল প্রিমিয়ার লীগে চাঁদপুর  ক্রিকেট  একাডেমীকে হারিয়ে ফাইনালে  আবাহনী
অনলাইন ডেস্ক

চাঁদপুর স্টেডিয়ামে ড্যাফোডিল চাঁদপুর প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৪ জুন ) সেমিফাইনালের খেলায় চাঁদপুর ক্রিকেট একাডেমির সাথে ৬ উইকেটে জয়লাভ করে ফাইনালে উঠলো চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্র।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ- কমিটির ব্যবস্থাপনা আজ বুধবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে শক্তিশালী টিম ডাকাতিয়া ও অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠন। আজ যে দল জিতবে সেই দলই ফাইনালে লড়বে চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্রের সাথে।

মঙ্গলবার প্রথম সেমিফাইনালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন চাঁদপুর ক্রিকেটে একাডেমী । তারা নিধারিত ৫০ ওভারের মধ্যে ৩৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে তন্ময় ৭৪ বলে ৫১ রান ও মুরসালিন ৭০ বলে ৩২ রান করেন।

আবাহনী ক্রীড়া চক্র ১৪৪ রানের জয়ের টাগেট নিয়ে খেলতে নামেন। তারা ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যান। দলের পক্ষে ব্যাট হাতে সাখাওয়াত ৬৪ বলে ৬৪ ও সাদ্দাম ৮ বলে ৪ রান করেন। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন আবাহনীর সাখওয়াত।

ম্যান অব দা ম্যাচ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী, সাবেক ক্রিকেটার এস এম রাসেল, সাইফুল ইসলাম সুমন, ভূট্টো, সোহাগসহ অন্যানরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়