শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

ড্যাফোডিল গ্রুপের পৃষ্ঠপোষকতায়

চাঁদপুর স্টেডিয়ামে চলছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুর স্টেডিয়ামে চলছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ

প্রায় ৩ বছর পর অবশেষে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। লীগটির পৃষ্ঠপোষকতায় রয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সবুর খান। লীগটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। গতকাল সোমবার থেকে ৮টি দল নিয়ে লীগের খেলা শুরু হয়েছে। লীগের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানসহ কার্যকরী কমিটির সদস্যসহ অংশ নেয়া দলগুলোর খেলোয়াড় ও কর্মকতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে জয় পায় আবাহনী ক্রীড়া চক্র।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, এবারের লীগে দুটি গ্রুপে অংশ নিয়েছে ৮টি দল। ‘ক’ গ্রুপে রয়েছে আবাহনী ক্রীড়া চক্র, শেখ কামাল স্পোর্টস্ একাডেমী রেড, অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠন ও শেখ রাসেল ক্রীড়া চক্র। ‘খ’ গ্রুপে রয়েছে ক্রিকেট কোচিং সেন্টার, টিম ডাকাতিয়া, পূর্ব শ্রীরামদী ক্লাব ও চাঁদপুর ক্রিকেট একাডেমী। সোমবার উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছিলেন আবাহনী ক্রীড়া চক্র ও অঙ্গনা এসএস ক্রীড়া সংগঠন। আজ ১৩ ফেব্রুয়ারি লীগের ২য় ম্যাচে অংশগ্রহণ করবে ক্রিকেট কোচিং সেন্টার ও পূর্ব শ্রীরামদী ক্লাব। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ লীগের প্রথম রাউন্ডের খেলা চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সেমি-ফাইনাল ও ফাইনালের তারিখ পরে জানানো হবে।

লীগের বাইল'জ অনুযায়ী জানা যায়, খেলা এম.সি.সি. ল'জ অব ক্রিকেট কোড, ২০১৩ সালের নভেম্বরের আইসিসি কোড অব কনডাক্ট এবং কমিটির নির্ধারিত প্লেয়িং কন্ডিশন ঢাকা লীগের ১ দিনের খেলার বিধি অনুযায়ী চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার উপ-বিধি ধারা পরিচালিত হবে। লীগে অংশ নেয়া দলগুলোর খেলা হবে সাদা বলে রঙ্গিন ড্রেসে। প্রতি দল ৫০ ওভার করে খেলতে পারবে। অংশ নেয়া দলগুলোকে প্রতিদিন সকাল ৮টার মধ্যে এসে কমিটির কাছে রিপোর্টিং করতে হবে। প্রতিটি দলে সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। স্থানীয় খেলোয়াড়ের কোটায় যারা খেলবে তাদেরকে জেলার স্থায়ী বাসিন্দাসহ স্থানীয় ক্লাবের হয়ে খেলার পরিচয় থাকতে হবে। প্রতি দলে দুজন করে বাইরের খেলোয়াড় খেলতে পারবে। প্রথম পর্বের খেলা হতে ফাইনাল পর্যন্ত স্থানীয় আম্পায়ারগণ খেলা পরিচালনা করবেন। লীগ উপলক্ষে স্থানীয় আম্পায়ারগণ গত ৩ ফেব্রুয়ারি আম্পায়ার সমিতির ব্যানারে সভারও আয়োজন করেছিলেন।

প্রিমিয়ার ক্রিকেট লীগ নিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সাথে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, আল্লাহতায়ালার কাছে শোকরিয়া আদায় করছি। এই লীগটি ২০২২ সালে হওয়ার কথা ছিলো। নির্বাচনসহ বিভিন্ন কারণে খেলাটি শুরু করা হয়নি। তবে ধন্যবাদ জানাই জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান স্যারের প্রতি। স্যারের হস্তক্ষেপের কারণে এবার আমরা শুরু করতে পেরেছি প্রথম বিভাগ ক্রিকেট লীগ। আমি আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খানসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির প্রতি। সবুর খান লীগের খেলার ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন। প্রথম বিভাগ লীগটি সঠিক সময়ে শুরু করতে না পারাতে আমি সকলের কাছে দুঃখ প্রকাশ করছি। লীগের খেলাগুলো যেনো সুন্দরভাবে শেষ হয় সেজন্যে আমি দলের খেলোয়াড় ও আম্পায়ারদের প্রতি অনুরোধ করছি।

জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক ও সাবেক ক্রিকেটার শেখ মোতালেব বলেন, প্রত্যেকটি দলই ভালো ক্রিকেটারদের নিয়ে দল গঠন করেছে। আশা করি লীগের খেলাগুলোতে প্রত্যেকটি দলের খেলোয়াড়রা তাদের ধারাবাহিকতা দিয়ে খেলে যাবেন। খেলা চলাকালীন সময়ে ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের মাঠে উপস্থিত থাকার অনুরোধ রইলো।

লীগ পরিচালনা কমিটির টেকনিক্যাল কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার এসএম মজিবুল হক রাসেল এ প্রতিবেদককে বলেন, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির মাধ্যমেই প্রিমিয়ার লীগ শুরু হয়েছে। এবার মোট ৮টি দল অংশ নিয়েছে। গতবারের ৬টি এবং এ বছর ২য় বিভাগ ক্রিকেট লীগ থেকে ওঠা টিম ডাকাতিয়া ও শেখ কামাল স্পোটর্স একাডেমী রেড। অংশ নেয়া দলগুলোর ক্রিকেটাররা লীগ উপলক্ষে নিয়মিত অনুশীলন করেছেন অনেক দিন ধরেই। প্রত্যেকটি দলেই অনেক উদীয়মান ক্রিকেটার খেলবে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়