বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ১১:৩৭

উয়েফা বর্ষসেরা মনোনয়নে নেই মেসি রোনালদোর নাম : সেরা দশেও নেই নেইমার

অনলাইন ডেস্ক
উয়েফা বর্ষসেরা মনোনয়নে নেই মেসি রোনালদোর নাম : সেরা দশেও নেই নেইমার

ফুটবল দুনিয়া যাদেরকে নিয়ে ত্রিবিভক্ত সেই মেসি, রোনালদো, নেইমারের নাম নেই বর্ষ সেরা খেলোয়াড়ের তালিকায়। লিওনেল মেসি ও নেইমার ভোটের হিসাবে সমান পয়েন্ট পেয়ে যৌথভাবে গতবছর চতুর্থ হলেও ক্রিস্টিয়ানো রোনালদো হয়েছিলেন দশম। এ বছর মেসি, রোনালদোর নাম সেরা দশে থাকলেও ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারের অবস্থান দশের বাইরে। মেসি এবারও তালিকায় চতুর্থ, রোনালদোর অবস্থান নবম। গত বছরের বর্ষসেরা ফুটবলার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি হয়েছেন পঞ্চম। হালের তারকা পিএসজির ফরাসি স্টার কিলিয়ান এমবাপ্পে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম।

উয়েফা ২০২০-২১ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের দৌড়ে সেরা তিন মনোনীত ফুটবলারের নাম ঘোষণা করেছে। তালিকার চার থেকে দশ পর্যন্ত ক্রমে কারা থাকছেন, সেটি উয়েফা এখনই জানিয়ে দিচ্ছে। কিন্তু সেরা তিনের মধ্যে কে আগে, কে পরে, কে পাচ্ছেন বর্ষসেরার পুরস্কার, তা এখনই জানার সুযোগ নেই। তুরস্কের ইস্তাম্বুলে ২৬ আগস্ট এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে সেটি জানানো হবে।

ছেলেদের ফুটবলে মনোনীত সেরা তিন খেলোয়াড়ের মধ্যে দুজন এবারের চ্যাম্পিয়নস লিগজয়ী চেলসির মিডফিল্ডার—জর্জিনিও (ইতালি) ও এনগোলো কান্তে (ফ্রান্স)। তাঁদের মধ্যে জর্জিনিও তো ইতালির হয়ে ইউরোও জিতেছেন! এ দুজনের বাইরে মনোনীত সেরা তিনে আছেন চ্যাম্পিয়নস লিগে রানার্সআপ ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। উয়েফার বর্ষসেরা পুরস্কারের ১১ বছরের ইতিহাসে এই প্রথম মনোনীত সেরা তিনের সবাই মিডফিল্ডার!

এ বছর আর্জেন্টাইন মহাতারকা মেসি পেয়েছেন ১৪৮ ভোট, গত বছরের ফিফা বর্ষসেরা ফুটবলার বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি পেয়েছেন ১৪০ ভোট। তিনি আছেন তালিকার পঞ্চমে।

ইউরোর সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ইতালিয়ান গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা হয়েছেন ষষ্ঠ, তবে এসি মিলান থেকে কদিন আগে পিএসজিতে যোগ দেওয়া গোলকিপারের সঙ্গে পয়েন্টের হিসাবে লেভানডফস্কির বিশাল ব্যবধান। পাঁচে থাকা লেভা যেখানে পেয়েছেন ১৪০ পয়েন্ট, দোন্নারুম্মার পয়েন্ট মাত্র ৪৯।

পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম, ম্যানচেস্টার সিটির ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিং ১৮ পয়েন্ট পেয়ে হয়েছেন অষ্টম, ৯ নম্বরে থাকা জুভেন্টাসের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পয়েন্ট ১৬। দশে আর্লিং হরলান্ড, বরুসিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান স্ট্রাইকারের পয়েন্ট ১৫।

ইউরোতে অংশ নেওয়া ২৪টি জাতীয় দলের কোচের পাশাপাশি গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলা ৮০ ক্লাবের কোচেরা তো ভোট দেনই, ভোট দিতে পারেন উয়েফার ৫৫ সদস্যদেশের প্রতিটি থেকে একজন করে মনোনীত সাংবাদিক। প্রত্যেক ভোটার তাঁর চোখে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিনটি ভোট দিতে পারেন। একজন নিজের চোখে সেরা ফুটবলারকে দেবেন ৫ পয়েন্ট, দ্বিতীয় সেরাকে ৩ পয়েন্ট, তৃতীয় সেরাকে ১ পয়েন্ট।

উয়েফার অধীন ক্লাবগুলোতে খেলা খেলোয়াড়েরা উয়েফার অধীন ক্লাব ও জাতীয় দলভিত্তিক টুর্নামেন্টগুলোতে আগের মৌসুমে কেমন করেছেন, সেটার ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়।

২৬ আগস্ট ইস্তাম্বুলের হালি কনভেনশন সেন্টারে চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের দিনে বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড—প্রতিটি বিভাগে সেরা খেলোয়াড়কেও পুরস্কার দেওয়া হবে। প্রতিটি বিভাগে মনোনীত সেরা তিনের তালিকা প্রতিবছর আগেই প্রকাশ করে উয়েফা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়