প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০০:০০
গণি মডেল হাই স্কুল ক্রিকেট দলকে ড্রেস দিলো হোটেল গ্র্যান্ড হিলশা
জাতীয় পর্যায়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এই প্রথম রানার্স আপ হয়েছে চাঁদপুর গণি মডেল হাই স্কুল ক্রিকেট দলের খেলোয়াড়রা। আর সেই দলের জন্যে ঘোষিত খেলার ড্রেস গণি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের উপস্থিতিতে খেলোয়াড়দের হাতে তুলে দিলেন চাঁদপুরের অভিজাত আবাসিক হোটেল গ্র্যান্ড হিলশা কর্তৃপক্ষ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট সকালে বিদ্যালয় চলাকালীন ক্রিকেট খেলায় অংশ নেয়া দলের কোচ ও খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেয়া হয়। হোটেল গ্র্যান্ড হিলশার লোগো সম্বলিত জার্সিগুলো প্রদানের সময়
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, জেলার ও বিসিবির ক্রিকেট কোচ শামিম ফারুকী, হোটেল গ্র্যান্ড হিলশার চেয়ারম্যান রোটারিয়ান খোরশেদ আলম কাঞ্চন পাটওয়ারী, ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ, গণি মডেল হাইস্কুলের সাবেক ছাত্র ও দলের কোচ পলাশ কুমার সোম, দলের খেলোয়াড় সালমান জাহান মিয়াজী, আয়মন, আয়ান, আল-আমিন, মুন্না, সিফাত, হিমেল, মাহমুদুল, তানভীর, রাতুল, নাফি, রাফিদ, অনিমেষ, ইয়াসিন, আফ্রিদী, ইনজামাম, শামিম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক সহ আরো অনেকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের সাথে আলাপকালে তিনি বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে ড্রেস প্রদানকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এতে করে সকলের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি হবে। হোটেল গ্র্যান্ড হিলশা বিদ্যালয়ের খেলোয়াড়দের ড্রেস দেয়ায় সেটি অনুপ্রেরণামূলক বিষয় হিসেবে কাজ করবে। ফাইনাল খেলা শেষে হোটেলের সাথে যাারা জড়িত তারা নিজেদের ইচ্ছায় ক্রিকেটারদের উৎসাহিত করবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন।
হোটেল গ্র্যান্ড হিলশার চেয়ারম্যান খোরশেদ আলম কাঞ্চন পাটওয়ারী ও ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ এ প্রতিবেদককে বলেন, এই প্রথম চাঁদপুরের কোনো স্কুল জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলায় রানার্স আপ হয়েছে। আমরা বিদ্যালয়ের ক্রিকেটারদের উৎসাহিত করার জন্যেই আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র সহযোগিতা করেছি। আমরা আগামীতে জাতীয় পর্যায়ে অংশ নেয়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার ব্যাপারে সহযোগিতা করবো।