শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০০:০০

কম্বাইন্ড স্কুল ক্রিকেটে ডাক পেলেন চাঁদপুরের ৭ ক্রিকেটার

কম্বাইন্ড স্কুল ক্রিকেটে ডাক পেলেন চাঁদপুরের ৭ ক্রিকেটার
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

জাতীয় পর্যায়ের কম্বাইন্ড স্কুল ক্রিকেটের বাছাই পর্বে ডাক পেলেন চাঁদপুরের স্কুল পড়ুয়া ৭ ক্রিকেটার। চট্টগ্রাম বিভাগের বাছাই পর্বে তারা অংশ নিবে বলে জানা গেছে। চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলায় অংশ নেয়া ক্রিকেটারদের থেকেই বিসিবির কর্মকর্তারা এ ক্রিকেটারদের বাছাই করেন। চাঁদপুর জেলা পর্যায় থেকে সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন : মারুফ (পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়), ফারদিন (আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ), সালমান জাহান, আয়মান, সিফাত, রাফিদ ও মাহমুদুল হাসান (গণি মডেল হাই স্কুল)। এরা সকলেই নিয়মিত ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীতে অনুশীলন করছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রতি বছরই প্রাইম ব্যাংকের স্পন্সরে বাংলাদেশের ৫৮০টি স্কুল থেকে প্রথমে জেলাভিত্তিক, বিভাগীয় পর্যায়ে এবং পরে জাতীয় পর্যায়ে ১৬ জন খেলোয়াড় বাছাইয়ের পাশাপাশি একজন ব্যাটিং কোচ ও ফিল্ডিং কোচ নিযুক্ত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই ধারাবাহিকতায় প্রতিবছরই জাতীয় পর্যায়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে বাংলাদেশের প্রতিটি বিভাগ থেকে ক্রিকেটার বাছাই করে বিসিবির অধীনে কম্বাইন্ড দল গঠন করা হয়। এই দলটি ভারত সহ বিভিন্ন স্থানে খেলতে যায় ১৬ বছর বয়সী ক্রিকেটারদের নিয়ে। চাঁদপুরে যে ৭ জন সুযোগ পেয়েছে, এর মধ্যে মারুফ জেলা পর্যায় থেকে এবং বাকি ক্রিকেটারগণকে জাতীয় পর্যায়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্ট খেলা অবস্থায় নির্বাচকরা বাছাই করেন।

কম্বাইন্ড স্কুল ক্রিকেটে সুযোগ পাওয়া ক্রিকেটারদের সাথে আলাপকালে তারা জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, আগামী ১৮ আগস্টের মধ্যে বিসিবিতে রিপোর্ট করতে হবে। এরপর ১৯ আগস্ট চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ঢাকা মেট্রোর স্কুল পড়ুয়া ক্রিকেটারদের ১দিনের বাছাই অনুষ্ঠিত হবে। যারা এই প্রতিযোগিতায় টিকবে তাদেরকে নিয়ে পরর্বতীতে আরো একটি বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার পরই মূল দল গঠন করা হবে। আমরা আশা করি, বাছাইয়ে মূল দলে আমাদের জেলা থেকে ক্রিকেটাররা সুযোগ পাবে ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়