প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৯
মতলব উত্তরে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান
ক্রীড়ার মাধ্যমে দেশকে সারা বিশ্বে পরিচিতি করে তুলছে : অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি
আলহাজ্ব অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল এমপি বলেছেন নিজেকে সুস্থ রাখতে হলে ক্রীড়ার কোন বিকল্প নেই। এছাড়া এ ক্রীড়ার মাধ্যমে আমাদের দেশের সন্তানরা আমাদের দেশকে সারা বিশ্বে পরিচিতি করে তুলছে। এটাই আমাদের কাছে গর্ব।
ক্রিকেট, হকি, ফুটবলে আমাদের দেশের ক্রীড়া সন্তানরা ভাল করছে। বর্তমান সরকার অন্যান্য উন্নয়নের পাশাপশি ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার ফসল বিভিন্ন বিদ্যালয়ের মাঝে আজকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ।
জাতীয় সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে।
শনিবার সকালে নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয়ের মাঝে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন এমপি রুহুল।
নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলামের সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মাওলানা যাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, নাউরী আদর্শ কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দলিল উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সুলতানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার।