শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ৩৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ আগস্ট ২০২২, ১৩:৫২

মিঃ ঢাকা স্বর্ণপদক জয়ী সহিদকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক
মিঃ ঢাকা স্বর্ণপদক জয়ী সহিদকে সংবর্ধনা

চাঁদপুরের ড্রিম জিম এন্ড ওয়েলনেস সেন্টার কর্তৃক বডিবিল্ডার্স মিঃ ঢাকা প্রতিযোগিতায় স্বর্ণ পদক বিজয়ী সহিদ রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩ আগষ্ট বুধবার রাতে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর ড্রিম জিম এন্ড ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু। এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী, সংগঠনিক সম্পাদক তাফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, শিক্ষামন্ত্রীর স্থানিয় সরকার বিভাগের চাঁদপুর প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র হেলাল হোসাইন, বিভাগীয় সাবেক ক্রিকেটার সাইফুল ইসলাম সুমন ও ড্রিম জিমের সদস্যবৃন্দ।

২৯-৩১ জুলাই তিনদিন রাজধানীতে বাংলাদেশ বডিবিল্ডাস ফেডারেশন আয়োজিত ওপেন বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০২২ অনুষ্ঠিত হয়।

মিঃ ঢাকা প্রতিযোগিতায় চাঁদপুরের সহিদুর রহমান সহিদ ফাইনাল রাউন্ডে ১ম স্থান লাভ করে স্বর্ণ পদক লাভ করে।৩১ জুলাই আয়োজক বৃন্দ তাকে গোল্ড মেডেল পরিয়ে দিয়ে তার হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করেন। সে চাঁদপুর ড্রিম জিম ওয়েলনেস সেন্টারের ট্রেইনার। এ প্রতিযোগিতায় চাঁদপুর থেকে ৩ জন অংশ নিয়েছিল। ২৯ জুলাই থেকে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি টাওয়ার শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই চ্যাম্পিয়নশিপ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়