বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ জুলাই ২০২১, ২০:২৯

কোপা আমেরিকা-২০২১ : চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতির পছন্দ আর্জেন্টিনা, সেক্রেটারির পছন্দ ব্রাজিল

রাসেল হাসান
কোপা আমেরিকা-২০২১ : চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতির পছন্দ আর্জেন্টিনা, সেক্রেটারির পছন্দ ব্রাজিল

রাত পোহালেই ব্রাজিলের রিও ডি জেনেইরিও শহরের মারাকানা স্টেডিয়ামে ১৪ বছর পর মুখোমুখি হচ্ছে সারা বিশ্বের ফুটবল ভক্তদের দু'ভাগে বিভক্ত করে রাখা দু'টি দল ব্রাজিল-আর্জেন্টিনা। লিওনেল মেসি-ডি মারিয়া-এ্যগুয়েরো নাকি নেইমার জুনিয়র-লুকাস পাকেতা-থিয়াগো সিলভা? কাদের হাতে উঠবে এবারের কোপা ট্রফি সেই কৌতুহলের শেষ নেই দর্শকদের মধ্যে।

কিশোর-তরুণ-প্রৌঢ়-বৃদ্ধ সকলের মনেই উঁকি দিচ্ছে এবারের কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ। কেননা এবার লড়াইটি যে জনম জনমের প্রতিদ্বন্দ্বি দু'টি দল ব্রাজিল-আর্জেন্টিনা! বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুই খেলোয়াড় রেজাউল-রাফির জন্মস্থান চাঁদপুরে ফুটবলের আমেজ থাকবে না তা কি করে হয়? চলমান এ আমেজের হাওয়া শুধু ক্রীড়াঙ্গনেই নয় বইছে চাঁদপুরের রাজনৈতিক অঙ্গনেও। তাই রোববার সকালের ম্যাচে কে কোন দলের সমর্থক জানতে চাওয়া হয় বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সাধারণ সস্পাদকের কাছে।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ চাঁদপুর কণ্ঠকে জানান, তিনি ছাত্রজীবন থেকেই আর্জেন্টিনার সমর্থক। তবে আর্জেন্টিনার খেলা তাঁর ভালো লাগে ঠিকই তাই বলে অন্য দলগুলোকে যে অবজ্ঞা করবেন তেমন সমর্থক তিনি নন।

ছাত্রজীবনে আর্জেন্টিনাকেই কেন বেছে নিলেন ব্রাজিল কেন নয়? জানতে চাইলে নাছির উদ্দিন আহমেদ বলেন, পূর্বের ম্যারাডোনা বর্তমানের মেসির মত ভদ্র খেলোয়াড় যে দলে আছে সে দলের সমর্থন করা আর ফুটবলের সৌন্দর্যকে সমর্থন করা একই কথা।

ব্রাজিল সমর্থক অনেকেই বলে থাকেন, 'ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়ে বিশ্বকাপ জিতেছেন'-এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? বলতেই নাছির উদ্দিন আহমদ বলেন, এগুলা ভোগাস কথাবার্তা। ওইটা খেলারই একটা অংশ। তখন প্রযুক্তি ছিলো না তাই তা ধরাও পড়েনি। ওসব বিতর্কে আমরা বন্ধুরা কখনোই জড়াতাম না। আমরা সবসময়ই যারা ভালো খেলতো তাদের প্রশংসা করতাম। এখন শুনি ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা মারামারি কাটাকাটি করে। এগুলো মোটেই ঠিক নয়। খেলা দেখা ও কোন দল সমর্থন করা দুটোরই উদ্দেশ্য থাকতে হবে বিনোদন। সিরিয়াস ভাবে নিতে গেলেই সেখানে বিবাদ বাড়বে।

চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল জানান তিনি ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থক। ছন্দময় ফুটবল খেলে বলেই দলটি তার ভালো লাগে।

ছোটবেলায় ফুটবল নিয়ে কোন স্মৃতি মনে পড়ে কী? প্রশ্নের প্রতিউত্তরে আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আমার ফুটবলের পছন্দটা একটু ব্যতিক্রম। আমি আগে উয়ারি ফুটবল ক্লাবের ফ্যান ছিলাম। তারপর আবাহনি-মোহামেডান খেলা হলেই আবাহনির পক্ষে থাকতাম। আন্তর্জাতিক ফুটবলে আমার কাছে ভালো লাগতো ক্যামেরুনের খেলা। যদিও ক্যামেরুনের আগের মত খেলার সেই ধার ও ভার তার কিছুই নেই। ক্যামেরুনের খেলার পাশাপাশি ফুটবলের নৈপুণ্যতা প্রদর্শনকারী দল হিসেবে ব্রাজিলকে সমর্থন করতাম। অদ্যবধি ব্রাজিলই সাপোর্ট করছি।

বিশ্বকাপে ব্রাজিল ৭ গোল খাওয়ার পর ব্রাজিল সেভেন আপ খেয়েছে এমন কথা প্রায়ই আর্জেন্টাইন সমর্থকরা বলে থাকেন। আপনার বন্ধুদের আড্ডায় এমন কথা কি শুনেছিলেন? জানতে চাইলে আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আমাদের এমন বন্ধু ছিলো না, এখনো নেই। কে ৭ গোল খেলো আর কে হাত দিয়ে গোল দিলো এসব আলোচনা ফুটবলে আসবে কেন? বরং আমরা আলোচনা করতাম কোন খেলোয়াড়টা কত ভালো খেলেছে, কোন খেলোয়াড় আরেকটু ভালো খেলতে পারতো এমন পজেটিভ আলোচনা।

রোববার সকালে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ নিয়ে আপনার কোন প্রতিক্রিয়া আছে কী? জানতে চাইলে আবু নঈম পাটওয়ারী দলাল বলেন, মনটা তেমন ভালো নেই। করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলছে। কিছুক্ষণ আগে খবর পেলাম চাঁদপুরের আমার ৫ জন নেতাকর্মী মারা গেছেন। সব মিলিয়ে খেলার আনন্দটা ফিকে হয়ে গেছে। তবুও সময় ও সুযোগ পেলে দেখার চেষ্টা করবো। ভালো খেলে ব্রাজিল জয়ী হলে দেখতে ভালো লাগবে।

করোনায় লকডাউনে দুঃসময় পার করা দেশটি সমর্থিত দলের পতাকায় ছেয়ে না গেলেও প্রত্যেকের মনের মনি কোঠায় যে পতাকা উড়ছে তা অপেক্ষমান আগামীকাল ভোর ৬টার জন্য। খেলা প্রিয় মানুষগুলো যে যেই দলই সমর্থন করুক প্রগতিশীল প্রত্যেক মানুষের চাওয়া একটাই একটি ভালো ম্যাচ হোক। যারা ভালো খেলবে তারাই করুক বিজয় উল্লাস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়