শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৯:২১

জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মিটু আটক

ফরিদগঞ্জ ব্যুরো।।
জেলা পরিষদের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা মশিউর রহমান মিটু আটক
মশিউর রহমান মিটু

চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান মিটু আটক হয়েছেন। শুক্রবার (২৩ জনুয়ারি ২০২৬) বিকেলে তাকে আটকের পর চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ ও মিটুর স্বজনরা।

জানা গেছে, শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে ফরিদগঞ্জ থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট-২-এর অভিযানের অংশ হিসেবে চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান মিটুকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ফেইজ-২-এ তাকে গ্রেপ্তার করা হয়েছে। মশিউর রহমান মিটুকে ফরিদগঞ্জ বিএনপির পার্টি অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, সারাদেশে চলমান আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, চলমান অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়