প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ২১:১৫
ফরাজীকান্দিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মতলব উত্তরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব
|আরো খবর
ফরাজীকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মল্লিক, বিএনপি নেতা ইয়ছিন হাওলাদার, চাঁদপুর জেলা যুবদলের সদস্য মমিন প্রধান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম অপু, বিএনপি নেতা বাবুল বকাউল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আ. আজিজসহ দলীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা।
দোয়া মাহফিলের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত সভায় মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপসহীন ছিলেন। বছরের শেষ সূর্যাস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপসহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। এই দোয়া মাহফিলের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করছি।








