প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২১:৪৭
চাঁদপুর-৩ আসনে জামায়াতে ইসলামী ও এনসিপির মতবিনিময় সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর-৩ আসনের প্রার্থী ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) রাত ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উভয় দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ, সামাজিক স্থিতিশীলতা এবং আগামী দিনের রাজনৈতিক করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর-৩ (সদর–হাইমচর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, চাঁদপুর শহর শাখার সেক্রেটারি মো. সাইফুল ইসলাম সবুজ, শহর শাখার সাইফুদ্দিন মোহাম্মদ সালেহ, যুব বিভাগের প্রচার সম্পাদক মো. রুবেল মিজি,
এনসিপির নেতৃবৃন্দের মধ্যে জেলা আহ্বায়ক মাহবুব আলম, সদর উপজেলার প্রধান তামিম খান, পৌর কমিটি আহ্বায়ক শাহআলম মিজি, জাতীয় যুব শক্তির সামসুদ্দিন খন্দকার, জাতীয় ছাত্রশক্তির শিহাব মির্জা সহ জেলা, সদর ও পৌর শাখার অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়ে বক্তারা বলেন, দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও সহযোগিতা অপরিহার্য। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থান ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকল গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। অপরদিকে এনসিপি নেতৃবৃন্দও গঠনমূলক রাজনীতি ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভাশেষে উভয় পক্ষ ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি চাঁদপুর শহর ও সদর উপজেলা কমিটির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।







