বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ২১:০৯

শাহরাস্তিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

মো. ফয়সাল আহমদ।।
শাহরাস্তিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

শাহরাস্তিতে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুরে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের শাহ সাহেব জামে মসজিদ প্রাঙ্গণে এ জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। জানাজা ও দোয়া পরিচালনা করেন শাহ সাহেব জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম মহসিন। জানাজা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন।

জানাজার সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার সুরক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।

জানাজায় অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম সুমন, আবুল কাশেম আকাশ, তোফায়েল আহমেদ সোহেল সহ ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মুসল্লিগণ।

মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ শরিফ ওসমান হাদি সহ প্রয়াত দেশ ও ইসলামপ্রেমী সকল নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতিকে সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে ন্যাস্ত করার জন্যে মহান রাব্বুল আলামিনের নিকট বিশেষ দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়