বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাবেক এমপি এসএ সুলতান টিটুর শোক

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাবেক এমপি এসএ সুলতান টিটুর শোক
অনলাইন ডেস্ক

বাংলাদেশের আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপির সাবেক এমপি ও বাফুফের সাবেক সভাপতি এসএ সুলতান টিটু।

এক শোক বার্তায় তিনি বলেন, গণতন্ত্রের মা ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের রাজনীতিতে এক বড়ো ধরনের অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের রাজনীতিতে যখন দুর্যোগের ঘনঘটা তখন গৃহবধূ হিসেবে থাকা বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব নিয়ে শুধু বিএনপিকে নয়, এদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা ও ২০২৪-এর জুলাই গণআন্দোলনে তিনি ছিলেন গণতন্ত্রের পথপদর্শক ও ঐক্যের প্রতীক। চাঁদপুরবাসী ও বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশসহ জিয়া পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পরম করুণাময় আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়