প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৪
লক্ষ্মীপুরের ৪টি আসনে দশ দিনে মনোনয়নপত্র নিলেন ২৪ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ অংশ নিতে লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনে গত ১০ দিনে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ১৭ জন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এবং ৭ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন।
|আরো খবর
লক্ষ্মীপুর জেলার ৪টি আসনের রিটার্নিং কর্মকর্তা হলেন জেলা প্রশাসক। এসব আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে জেলা নির্বাচন কার্যালয় ও ৫টি উপজেলার নির্বাচন কার্যালয় থেকে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টায় জেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়, ১৮ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। দশম দিন পর্যন্ত মোট ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সরকারি ছুটি থাকায় ওই দিন একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, স্বতন্ত্র, জাতীয় পার্টি ও বাসদ-এর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, বাংলাদেশ সুপ্রীম পার্টি ও জাকের পার্টি-এর প্রার্থীরা।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি, এনপিপি, জামায়াতে ইসলামী ও জেএসডি-এর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
লক্ষ্মীপুর-৪ (কমলনগর ও রামগতি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, স্বতন্ত্র, জাতীয় পার্টি, বাসদ ও খেলাফত মজলিস-এর প্রার্থীরা।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার-এর শেষ তারিখ ২০ জানুয়ারি।
ডিসিকে /এমজেডএইচ








