প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২০:৪৩
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা যুবদলের দোয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বাদ যোহর চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিমউদ্দীন খান বাবুল।
জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের
সভাপতিত্বে দোয়া মাহফিল সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি শাহজাহান কবির খোকা, মোস্তফা বন্দুকশী, শামীম জমাদার, মিজান খান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন, জসিম মাতাব্বর, আব্দুল মান্নান খান কাজল, সোহেল গাজী, চাঁদপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. রাজ্জাক হাওলাদার, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, জেলা যুবদল সদস্য হাসান আল জাহের রিফাই, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. শাহজাহান শেখ প্রমুখ।
এছাড়া জেলা যুবদল ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম।
দোয়াপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্যে সারাজীবন লড়াই করে গেছেন। গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্যে তিনি কখনো আপস করেননি। দেশের এই ক্রান্তিলগ্নে আজ বেগম খালেদা জিয়াকে প্রয়োজন। দেশবাসী আজ মহান আল্লাহর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। বিশ্ব নেতৃবৃন্দ খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন। আল্লাহ দেশনেত্রীকে শেফা দান করুন।








