প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২০:৩৯
বাগাদী ঢালীরঘাট বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ
খোদাভীরু নেতৃত্ব ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না
----মোমবাতির প্রার্থী এএইচএম আহসান উল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী বিশিষ্ট সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ বলেছেন, মানুষের অন্তর থেকে যখন খোদার ভয়, পরকালের ভয়, নিজের প্রতিটি কৃতকর্মের জন্যে আল্লাহর কাছে জবাবদিহির ভয় চলে যায়, তখনই মানুষ অত্যাচারী হয়, জালিম হয়। আর তখনই সমাজে অশান্তি, অনাচার, দুরাচার এবং সকল ধরনের অন্যায় অবিচার বাড়তে থাকে। এমন সমাজে মানুষ দুর্বিষহ জীবন কাটায়। আর এমন অশান্ত সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সমাজে যারা নেতৃত্ব দিবেন তাঁদের মাঝে খোদাভীরুতা থাকতে হবে। খোদাভীরু নেতৃত্বই পারে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে। তিনি চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঢালীরঘাট বাজার এলাকায় মোমবাতি মার্কার গণসংযোগকালে জনগণের উদ্দেশ্যে এসব কথা বলেন।
|আরো খবর
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) বাদ আসর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত তিনি ঢালীরঘাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন। তিনি বাজারের প্রতিটি দোকানে দোকানে গিয়ে ক্রেতা-বিক্রেতা এবং পথচারীদের সাথে কুশল বিনিময় করেন, মোমবাতি মার্কায় ভোট চান। সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং সুফিবাদী সমাজ কায়েম করতে চাঁদপুর-৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের মার্কা মোমবাতি মার্কায় ভোট দিতে তিনি সকল শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানান। গণসংযোগে তাঁর সাথে স্থানীয় জনগণ ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অন্যতম নেতা মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, ফয়েজ উল্লাহ, শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নবাব খান, চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আলম মামুন, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাহবুব আলম নিশাত, ছাত্রসেনা চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।








