রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৯:৫৩

চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা
চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর ২০২৫) বিকেলে জেলা ইসলামী ফ্রন্টের অফিসে আয়োজিত সভায় বক্তব্য রাখেন মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহজামাল তালুকদার, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর উপজেলার সভাপতি মাও. আব্দুল হান্নান নিজামী, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. হাসানুজ্জামান, চাঁদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নবাব খান, সাংগঠনিক সম্পাদক মাও. নোমান আহমেদ, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক বজলুর রশিদ সোহেল, আব্দুল মুন্নাফ তালুকদার, হাফেজ শাহজাহান চাঁদপুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি কামরুল হাসান বাবু, সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন প্রমুখ।

সভায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত হয়। এখন থেকে চাঁদপুর সদর এবং হাইমচরের প্রত্যন্ত অঞ্চলে জনগণের কাছে গিয়ে মোমবাতি মার্কার ভোট চাওয়ার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়