সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২২:১৩

লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর ২০২৫) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের চেষ্টা ও ব্যাংকের পাহারাদারের তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। ফলে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি ব্যাংকের।

ব্যাংকটির কার্যালয়ের পাহারাদার মো. হানিফ জানান, ভোর ৫টার দিকে কে বা কারা ব্যাংকের সামনে ময়লা-আবর্জনা জড়ো করে আগুন ধরিয়ে দেয়। ধোঁয়া দেখে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ব্যাংকের শাখা ম্যানেজার মো. রেজাউল করিম বলেন, ‌‘আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে পাহারাদার দেখতে পান। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাংকের কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়