সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২১:৩৫

গণফোরামের চাঁদপুর-৩ আসনের প্রার্থী অ্যাড. সেলিম আকবর

স্টাফ রিপোটার।।
গণফোরামের চাঁদপুর-৩ আসনের প্রার্থী অ্যাড. সেলিম আকবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় গণফোরাম সারাদেশে ১৩৩ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম এই প্রার্থী তালিকা প্রকাশ করে।

দলের শীর্ষ নেতাদের মধ্যে চাঁদপুর-৩ আসনে গণফোরামের উদীয়মান সূর্য মার্কার প্রার্থী হিসেবে অ্যাড. সেলিম আকবরের নাম প্রকাশ করা হয়।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী এই তালিকা প্রকাশ করেন।

রোববার (১৬ নভেম্বর ২০২৫) রাতে এক প্রতিক্রিয়ায় অ্যাড. সেলিম আকবর এ প্রতিবেদককে জানান, আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ইনশাল্লাহ ২২ নভেম্বর। প্রাথমিকভাবে আমি মনে করি দল আমার কাজের মূল্যায়ন করেছে। ভবিষ্যতে গণফোরামের কার্যক্রম আরো গতিশীল করা এবং চাঁদপুর সদর-হাইমচরবাসীর জন্যে স্থানীয় ও জাতীয়ভাবে কাজ করার একটা দায়বদ্ধতা বেড়ে গেলো। চাঁদপুর সদর ও হাইমচরবাসী যাতে বৈষম্যের শিকার না হয় এবং কোনো দলীয় বিবেচনায় জনগণকে বিচার না করে, সাম্যের ভিত্তিতে যাতে দায়িত্ব পালন করতে পারি সে জন্যে সবার দোয়া ও সহযোগিতা চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়