সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২১:৫৩

হানারচর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা

দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন

----------- অ্যাড. শাহজাহান মিয়া

অনলাইন ডেস্ক
দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়া ।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে অনুষ্ঠিত এ পথসভায় তিনি এলাকার জনগণের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া চান। এ সময় তিনি বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকই হচ্ছে পরিবর্তনের প্রতীক। জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবো।

সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাড. শাহজাহান মিয়া বলেন, আমরা একটি আদর্শ, ন্যায়নিষ্ঠ ও মানবিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে মেধা ও নৈতিকতার বিকাশ ঘটবে, তরুণরা হবে দেশের উন্নয়নের চালিকাশক্তি। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তার মধ্য দিয়েই আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ন্যায়বিচার ও স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা পরিবর্তনে জনগণকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম, ইউনিয়ন সংগঠনিক সম্পাদক ডা. ওমর ফারুক, সহ-সভাপতি মো. শামসুদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ প্রমুখ।

পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক, ব্যবসায়ী ও কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে অ্যাড. শাহজাহান মিয়া স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়