শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৬

লক্ষ্মীপুর-২ (রায়পুর)

জামায়াত এমপি প্রার্থী রুহুল আমিন ভুঁইয়ার মোটরসাইকেল শোভাযাত্রা

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
জামায়াত এমপি প্রার্থী রুহুল আমিন ভুঁইয়ার মোটরসাইকেল শোভাযাত্রা

‎লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর একাংশ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সমর্থনে শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়েছে। ‎সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শতাধিক মোটরসাইকেলযোগে শোভাযাত্রাটি শুরু হয়ে রায়পুর শহরে নির্বাচনী এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। নির্বাচনী শোভাযাত্রায় নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

‎‎শোভাযাত্রায় জাতীয় পতাকা ও শান্তিপূর্ণভাবে দলীয় প্রতীক প্রদর্শনের মধ্য দিয়ে প্রার্থীর পক্ষে জনসমর্থন জানানো হয়। এ সময় রাস্তার দুধারে আমজনতা হাত নেড়ে শোভাযাত্রাটিকে স্বাগত জানাতে দেখা যায়। এ কর্মসূচির মাধ্যমে নির্বাচনে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হবে এবং জনগণের ঐক্য ও পরিবর্তনের অঙ্গীকার আরও দৃঢ় হবে বলে নেতা-কর্মীরা জানান।

‎‎রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড.আব্দুল আউয়াল রাসেল বলেন, দাঁড়িপাল্লার পক্ষে যে গনজোয়ার তৈরি হয়েছে, আজ এই শোভাযাত্রাতে সেটি প্রতীয়মান হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়