প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ২১:৩১
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটসহ ৫ দফা দাবি
বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ

জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
|আরো খবর
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, সদর উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু হুরায়রা, শহর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ক্বারী রশিদ আহমদ, সহ-সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা তানজিল খান, শহর শাখার বাইতুল মাল সম্পাদক মো. আব্দুস সোবহান, যুব নেতা মাওলানা তারেক হাসান, হাফেজ মোজাম্মেল হোসেন, হুসাইন আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের আপামর ছাত্র-জনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। জুলাই সনদ বাস্তবায়নের জন্যে এখনো আমাদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই সনদ গণভোটে পাস করতে হবে। জনগণের এই দাবি উপেক্ষা করলে এদেশের মানুষ আবারো গণআন্দোলনে যেতে বাধ্য হবে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে। তাই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ খেলাফত মজলিস একটি ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকাতলে আসার আহ্বান জানাচ্ছি।
এ সময় মুফতি আশিক এলাহী, ৭নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, আবদে রাব্বি, অফিস সম্পাদক মাওলানা ওমর ফারুকসহ বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিস, শ্রমিক মজলিসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের








