বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১

কচুয়ায় নাগরিক ঐক্যের শনিবারের সমাবেশে প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না

আলমগীর তালুকদার।।
কচুয়ায় নাগরিক ঐক্যের শনিবারের সমাবেশে প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার ও গিয়াস উদ্দিন কানন।

'এখন চাই সন্ত্রাস ও ক্ষমতার প্রভাবমুক্ত নির্বাচন' এই স্লোগানে শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে বিকেল ৩ টায় নাগরিক ঐক্যের গণসমাবেশ। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না।

সংগঠনের উপজেলা শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কাননের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কচুয়ার কৃতী সন্তান, নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ কেন্দ্রীয় কমিটির অন্য নেতৃবৃন্দ ও চাঁদপুর জেলা কমিটির নেতৃবৃন্দ।

কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কানন সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সুধীজনদের সমাবেশে অংশগ্রহণের জন্যে আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়