প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১১:১৭
রামগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দু নেতাকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ আলম ভূইয়াকে তার নিজ বাড়ি সংলগ্ন সোনাপুর বাজার থেকে এবং রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য মোরশেদুল আলম বাবুকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দাসপাড়াস্থ তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালিয়ে ছাত্র হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও দখলদারি সহ একাধিক মামলা রয়েছে।