প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:০৭
কক্সবাজারে বিএনপি নেতাকে হত্যার প্রতিবাদে
ফরিদগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

জামায়াত-শিবির কর্তৃক নৈরাজ্য সৃষ্টি, সন্ত্রাস, চাঁদাবাজি, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, কক্সবাজার এলাকায় জামায়াত কর্তৃক বিএনপি নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে ফরিদগঞ্জে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
|আরো খবর
সমাবেশে বক্তারা বলেন, যাদের কোনো জনসমর্থন নেই, তারা বিএনপির জনপ্রিয়তা দেখে পাগল হয়ে গেছে। জামায়াত-শিবির ও কথিত রাজনৈতিক দলের পরিচয় দিয়ে পিআর পদ্ধতির নির্বাচন চায় দেশে নৈরাজ্য সৃষ্টিকারী, সন্ত্রাসী ও চাঁদাবাজরা। সম্প্রতি কক্সবাজার এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিমকে জামায়াত-শিবির কর্তৃক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জামায়াত-শিবিরের নৈরাজ্য হত্যার রাজনীতির উচিত জবাব দেয়া হবে। এ সময় গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক এনসিপির নেতাদের ওপর হামলার নিন্দা জানানো হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে পশ্চিম বাজারে থানার মোড়ে উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর সভাপতিত্বে এ কর্মসূচিতে ছাত্রদলের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু ইউছুপ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু, উপজেলা ছাত্রদলের সদস্য মনির হোসেন রুবেল, ১৪ নং ছাত্রদলের সভাপতি মিরাজ, ১০ নং ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বী, ৪ নং সভাপতি বাবু, ৭ নং সভাপতি জাহিদুল ইসলাম পাখি, ৮ নং ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, ২নং ছাত্রদলের সভাপতি সোহেল খান, পৌর ছাত্রদল নেতা রায়হান রাহুল, নাঈম শেখ, প্রিন্স রায়হান, কিরন, তামিম, সালমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।